আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ৪:২২

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহরিয়ার হাসান আলভীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার অসুস্থ পিতার খোঁজখবর নিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
ঢাকা-১৬ আসনের (পল্লবী ও রূপনগর) গণমানুষের এই নেতা বুধবার দুপুরে পল্লবীর বাসভবনে গিয়ে শহীদ আলভীর পিতা মো. আবুল হাসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।
এসময় তিনি পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন।
আমিনুল হক বলেন,“শহীদ আলভীর ত্যাগ এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। তার পরিবার আমাদের সকলের পরিবার। বিএনপি ও দেশের মানুষ সর্বদা এই পরিবারের পাশে থাকবে।”
শহীদ পরিবারের প্রতি বিএনপি নেতার এ আন্তরিক উদ্যোগ উপস্থিত সবার মনে গভীর দাগ কাটে। স্থানীয় নেতাকর্মীরাও এসময় উপস্থিত থেকে পরিবারটির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এসময় বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আহসান ই এলাহী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |