আজ শুক্রবার | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১:০৩
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।
তিনি বলেন, ‘জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।’
ওই আবেদনে বলা হয়, রংপুর-৩ আসনের সাবেক সাংসদ ও জাপা’র চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
দুদক জেনেছে, সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে জিএম কাদের ও তার স্ত্রী। আর এটা হলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার বলে ওই আবেদনে বলা হয়।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৩ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩০ অপরাহ্ণ |