আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪৩

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের ব্যাপক হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা সরকারের সমালোচনা করেন, তাদের বিদেশ থেকেও কয়েকজন ইউটিউবার নিয়মিত হুমকি দিচ্ছেন। আর সাংবাদিকরা মবের ভয়ে থাকেন। কখন না আবার কোনো সংবাদ মাধ্যমের সামনে গিয়ে গরু জবাই করে জিয়ারত করার ঘোষণা দেয়।’
সম্প্রতি একটি গণমাধ্যমকে মাসুদ কামাল এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার দায়ে সাংবাদিকদের চাকরি গেল। তারা বলবেন, আমরা তো চাকরি থেকে বাদ দিতে বলিনি। কিন্তু কোনো -না-কোনো ভয়ের কারণে তো তাদের প্রতিষ্ঠান চাকরি থেকে ওই সাংবাদিকদের বাদ দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন গ্রুপ খুলে সাংবাদিকদের ছবি দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কালচারাল ফ্যাসিস্ট বলে ট্যাগ দেওয়া হচ্ছে। একটা ভয়ের পরিবেশ।’
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘আমি প্রতিদিনই টেলিফোনে হুমকি পাচ্ছি। দেশের বাইরে থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচেছ, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমি ভয় পাই না, কিন্ত আমার আত্মীয় -স্বজন কিন্তু ভয় পাচ্ছে। তারা মনে করছেন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মতো আমাকেও কোনো মামলায় জেলে পাঠানো হতে পারে।’
তিনি বলেন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে সন্ত্রাস দমন আইনের মামলায় কারাগারে পাঠানো আমাদের জন্য একটা মেসেজ। যারা সরকারের সমালোচনা করে তাদের সরকার সরাসরি কিছু বলতে হয়তো লজ্জা পায়।
তাই কোনো একটা মামলায় জড়িয়ে দেয়।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪১ অপরাহ্ণ |