আজ সোমবার | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৮
নিষিদ্ধ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দর্শকদের দেখা মেলেনি। মাঠের অর্ধেক খালি রেখেই শুরু হয় নেপাল বাংলাদেশের সম্প্রীতির দুই ম্যাচের ফুটবল সিরিজ। তবে সময় যত এগিয়েছে মাঠেও দর্শকদের উপস্থিতি বেড়েছে। তবে হামজা শমিতদের ছাড়া বাংলাদেশ মন ভরাতে পারেনি মাঠের ফুটবলে। ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পায়নি নেপালও। যে কারণে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় প্রথম ম্যাচ। নেপাল বাংলাদেশের ২৫তম ম্যাচের নবম ড্র।
আগের দিনই নিশ্চিত ছিলো ম্যাচে একাদশে থাকছেন না মিতুল মারমা। আর তাতেই সুজন হোসেনকে তেকাঠীর নিচে রেখে একাদশ সাজান হাভিয়ের কাবরেরা । তার সামনে বিশ্বস্ত তপু বর্মণের সঙ্গে তারিক কাজীর কাজটা সেন্টার ব্যাক পজিশনে। রাইট ব্যাকে সাদউদ্দিন। আর লেফট ব্যাকে খেলেছেন রহমত মিয়া। মাঝমাঠের মুল দায়িত্বে ছিলেন অধিনায়ক জামাল ও সোহেল রানা। ডান দিকে আক্রমনের দায়িত্বে ইব্রাহিম। ও বাঁ দিক সামলেছেন রাকিব হোসেন। গোলের মূল দায়িত্বে সুমন রেজা। তবে পুরো ম্যাচেই মলিন দেখা গেছে এই ফরোয়ার্ডকে। রাকিব হোসেনও তাঁর খেলাটা খেলতে পারেননি।
এদিন ম্যাচের দশম মিনিটে জামালের কর্নারে তপুর হেড কোনমতে ঠেকিয়ে দেন নেপালি গোলরক্ষক কিরণ চেমজং। ফিরতি প্রচেষ্টায় জামালের শট জালে জড়ালেও অফসাইডে বাতিল হয়। ম্যাচের ৩০ মিনিটে প্রথম পরিক্ষার সামনে পরেন অভিষিক্ত সুজন। মানি কুমারের অনেক দূর থেকে নেওয়া ফ্রি-কিকে জুং কারকির হেড শুয়ে পড়ে রুখে দেন মোহামেডানের এই গোলরক্ষক। পরে তারিক কাজী বলটি ক্লিয়ার করেন। ৩৩ মিনিটে মানি কুমারের ফ্রিকিকে পা ছোঁয়ানোর কেউ ছিল না। পরের মিনিটেই বক্সের বাইরে নেপালকে ফ্রি-কিক উপহার দেন সাদ উদ্দিন। তবে মানি কুমারের ফ্রি-কিক সহজেই আয়ত্বে নেন সুজন হোসেন।
৩৯ মিনিটে রহমতের লম্বা কর্নার কিপার রুখে দিলেও ফিরতি শটে বল পোস্টে রাখতে পারেননি সুমন রেজা।
বিরতি থেকে বাংলাদেশ ফিরেছে একটি পরিবর্তন নিয়ে। প্রথমার্ধে নিভে থাকা ইব্রাহিমকে তুলে নিয়ে নামানো হয় শাহরাইয়ান ইমনকে। ৬৫ মিনিটে জোড়া পরিবর্তন।সাদউদ্দিনের জায়গায় ছোটভাই তাজউদ্দিন। আর জামালে জায়গায় আসেন শাহ কাজেম কিরমানি। এই পরিবর্তনও বাংলাদেশের খেলায় পরিবর্তন আসেনি। ৭২ মিনিটে বা দিক থেকে সুমন রেজার ক্রসে রাকিব হেড করলেও সেটা গেছে অনেক বাইরে দিয়ে।
৭৬ মিনিটে বদলী তাজের অনেক দূর থেকে নেওয়া শট হাত ফসকেছিল নেপাল কিপারের। তবে সামনে কেউ না থাকায় বিপদ হয়নি। ম্যাচের শেষ দশ মিনিটে সুমন রেজাকে উঠিয়ে রাকিবকে মাঝে আনেন কাবরেরা। এতে খেলার গতি বাড়ে কিছুটা। তবে কাজের কাজ গোল করতে পারেননি কেউ।
যার ফল গোলশূন্যে ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল। দশরথ রঙ্গশালায় আগামী ৯ সেপ্টেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। সেদিন জয় নিয়ে দেশ ফিরতে পারেন কি না জামাল-তপু বর্মনরা সেটাই এখন দেখার বিষয়।
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৭ অপরাহ্ণ |