আজ রবিবার | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:৪২
ব্যাটারদের ব্যর্থতায় এমনিতেই পুজি ছিল মাত্র ১৩৯ রান। আর সেটা ডিফেন্ড করতে নেমে বাজে ফিল্ডিং আর যাচ্ছেতাই বোলিং করলেন বোলাররা। ফলে নুন্যতম লড়াইও হলো না! শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারলো ৬ উইকেটে।
বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান = শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে বিপদে পড়ার পর শেষ পর্যন্ত ১৩৯ রান করেছে বাংলাদেশ। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত এই সংগ্রহ এনে দেন জাকের আলী ও শামিম পাটোয়ারী। জাকের ৪১ ও শামিম অপরাজিত থাকেন ৪২ রানে।
দলকে আরও বিপদে রেখে ফিরলেন লিটন : শুরুতেই বিপদ, স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই ফিরলেন দুই ওপেনার। এরপর আরও দুজন ফিরলেও একপাশে ভরসা হয়ে ছিলেন লিটন। সাম্প্রতিক ফর্ম তাকে নিয়ে আশাও দেখাচ্ছিল। কিন্তু তিনিও অযথা রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন। এতে দল পড়লো আরও বিপাকে, ১০ ওভার হওয়ার আগেই নেই ৫ উইকেট।
হৃদয়ের ‘আত্মহত্যা’, ১১ রানে নেই ৩ উইকেট : আগের বলেই তার ক্যাচ ছাড়েন শ্রীলঙ্কান অধিনায়ক। পরের বলেই যেভাবে রান আউট হলেন তাওহীদ হৃদয়, সেটাকে আত্মহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না। ১১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের।
১১ বলে রান নেই, উইকেট গেলো ২টা
দু:স্বপ্নের শুরু এখনও চলছে। প্রথম ১১ বলে কোনো রান হয়নি, ফিরেছেন দুই ওপেনার।
প্রথম ওভারে রান নেই, উইকেট গেলো একটা
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে বাজে শুরু হলো বাংলাদেশের। প্রথম ওভারে টানা পাচ ডটের পর শেষ বলে বোল্ড হলেন তানজীদ হাসান তামিম। ৯ বলেও কোনো রান যোগ হয়নি স্কোরবোর্ডে।
এবার টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা আজ খেলছেন না তাসকিন আহমেদ। তার জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
এর আগে হংকং ম্যাচে টস জিতে পরে ব্যাটিং করেছে বাংলাদেশ। তবে টস হেরে আগে ব্যাটিং করতে হচ্ছে বলে ‘সমস্যা দেখছেন না’ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছেন ‘ডোন্ট মাইন্ড ব্যাটিং ফার্স্ট’। কারণ, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তার।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৪ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২০ অপরাহ্ণ |