আজ রবিবার | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩৬

শিরোনাম :

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে:আলী রীয়াজ লন্ডনে উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়: উপদেষ্টা ড. আসিফ নজরুল শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে: ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষ্যে যানবাহন চলাচলের নির্দেশনাবলী সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং (নজরদারি) জোরদার করবে সরকার পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চয়তার লক্ষ্যে সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ

ঢাকা: গণমাধ্যম কর্মীদের সুরক্ষা, অধিকার আদায় ও পেশার নিশ্চয়তার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি জানিয়েছে সাংবাদিকগণ।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ডিআরইউ ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।

তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা এবং সর্বনিম্ন মাসিক বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করার পরামর্শও দিয়েছেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক- সব মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটির সদস্য সচিব মো. মিয়া হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিবিসি নিউজের সম্পাদক একরামুল হক ভূঁইয়া (লোটন একরাম), ঢাকা মেইল ডটকম এর নির্বাহী সম্পাদক হারুন জামিল, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

মোহাম্মদ শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক ভালো ভালো সুপারিশ রয়েছে। আর যেসব জায়গায় অসংগতি রয়েছে সেগুলোর নিয়ে সমালোচনা করা প্রয়োজন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে ধারা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে তা থাকা প্রয়োজন। কেননা ধর্মীয় কারণে অনেক ভায়োলেন্স তৈরি হয়। এসব ভায়োলেন্স বন্ধ করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তির বিধানটা থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি ।

শফিকুল আলম আরো বলেন, নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতির সঙ্গে আমি একমত। এটি বাস্তবায়ন করার প্রয়োজন। এসময় তিনি প্রস্তাব করেন, মিডিয়া লাইসেন্স নিতে হলে অনলাইনের জন্য ১০ থেকে ১৫ কোটি, পত্রিকার জন্য ২০ কোটি ও টেলিভিশনের জন্য ২০-২৫ কোটি টাকা সিকিউরিটি হিসেবে সাংবাদিকদের জন্য সরকারের কল্যাণ তহবিলের কাছে জমা রাখা যেতে পারে, কেননা যখন হাউজ এবং সাংবাদিক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে তখন সাংবাদিকদের বেতন-ভাতা দেয়ার জন্য এ ব্যবস্থা কাজে আসবে।

‘যারা সম্পাদক হবেন তাদেরকে ইউনিয়ন থেকে পদত্যাগ করা উচিত’ – এ কথা উল্লেখ করে তিনি বলেন, কারণ নেতৃত্বের জায়গা থেকে যিনি পত্রিকা বা মালিক হয়ে যায় সে সাংবাদিকদের দেখে না। সুতরাং এটি নীতি বিরুদ্ধ। তিনি বলেন, সাংবাদিকদের অবশ্যই সার্টিফিকেশন থাকতে হবে। যেভাবে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে, নৈতিকতার না মেনে যেকোনো তথ্য প্রতিবেদন আকার ছড়িয়ে দিচ্ছেন তাতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকরা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় পড়লে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট মিডিয়া মালিককে নিতে হবে। প্রয়োজনে মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থাও রাখা যেতে পারে।

এসময় তিনি যে কোনো প্রতিবাদকে প্রতিবাদ হিসেবে দেখার জন্য এবং মবকে মব হিসেবে বলার জন্য সকলকে অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি নালা এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, মসিউর রহমান খান, ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার, মানি ট্রান্সফার অ্যাপ নালা’র হেড অব গ্রোথ মাহমুদুর হাসান, ডিইউজে’র যুগ্ম সম্পাদক দিদারুল আলম, সিনিয়র সাংবাদিক হাফিজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, সাংবাদিকরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত সংস্কার কাজে আসবে না।

তিনি বলেন, আমাদের সাংবাদিকদের আমাদেরই ব্যবস্থা করতে হবে। যারা গণমাধ্যম আইনের সংস্কারে যুক্ত পর্যায়ে রয়েছেন তারা কি জানেন না সাংবাদিকদের কোথায় সমস্যা? তাহলে কি করেন এ ধরনের কাজ হয়। সুতরাং আমাদের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। বিপ্লবের পরে মিডিয়ার কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। সাংবাদিকরা এখনো মবের শিকার হচ্ছে। ডিএফপির অনিয়মের কারণে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু ব্যবস্থা নিচ্ছে না সরকার।

এম আবদুল্লাহ বলেন, ইউনিয়নের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোকে সরকারের স্বীকৃতি দেওয়া দরকার। প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনতে হবে।

ওবায়দুর রহমান শাহীন বলেন, গণমাধ্যম কমিশন মূলত বিভিন্ন জেলায় পিকনিক করেছে। স্বচ্ছতা ও সত্যতার অনেক ঘাটতি রয়েছে তাদের রিপোর্টে। এই রিপোর্ট রিভিউ হওয়া দরকার।

মাইনুল হাসান সোহেল বলেন, যারা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং পদধারী তারা সাংবাদিক হিসেবে পরিচয় দিতে নৈতিকভাবে পারেন না।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনসহ সরকারের মিডিয়া বিষয়ক বিভিন্ন কমিটিতে ডিআরইউ’র প্রতিনিধি না থাকলে সত্যিকারের গণমাধ্যম সংস্কার হবে না। সাংবাদিক সুরক্ষা আইন যথাযথ হওয়া দরকার।

রফিকুল ইসলাম আজাদ বলেন আমাদের সাংবাদিকদের পেশা আজ ঝুঁকিতে পড়েছে। এই সংকটাপন্ন সময় থেকে আমাদেরকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

এছাড়াও সাংবাদিকদের চিকিৎসা করতে এর জন্য আলাদা হাসপাতাল নির্মাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।

মসিউর রহমান খান বলেন, মিডিয়ার সংখ্যা বাড়লেও কোনো সরকারই সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কোনো কাজ করে নাই। মালিকরা মিডিয়ায় বিনিয়োগ করে তাদের পুঁজির নিরাপত্তার জন্য।

লোটন একরাম বলেন, টিভি এবং অনলাইনকে ওয়েজবোর্ডের নীতিমালায় আনা দরকার। পত্রিকার সার্কুলেশনের মতো টিভির টিআরটির হাস্যকর।

হারুন জামিল বলেন, সাংবাদিকদের সপ্তাহে দুই দিন ছুটি দেয়া খুব জরুরি।

গাযী আনোয়ার বলেন, কমিশনের রিপোর্টে আদিবাসী অথবা উপজাতি কোনো শব্দই আসা উচিত নয়। সবাই বাংলাদেশি। আর সাংবাদিকদের হত্যা-নির্যাতনের বিচারের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে।

দিদারুল আলম বলেন, সাংবাদিকদের নির্দিষ্ট বেতন কাঠামো নেই। সাংবাদিকরা নেতিবাচক অবস্থার মধ্যে রয়েছে। বিদ্যমান পরিস্থিতির আলোকে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি বলেন, অন্যদিকে সাংবাদিকদের আয়কর মালিকদের দেয়ার বিষয়ে আপিল বিভাগের রায় আছে। এটি বাস্তবায়ন করার দরকার। তাছাড়া মফস্বল সাংবাদিকদের বেতন কাঠামো বিষয়ে সুপারিশে বিস্তারিত আসা দরকার।, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস)

মিডিয়া রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে:আলী রীয়াজ

    লন্ডনে উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার

    গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চয়তার লক্ষ্যে সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি

    শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারলো ৬ উইকেটে

    খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার

    আনসার ভিডিপি’র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে

    লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান

    নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত

    ৩৫ তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি নির্বাচিত হয়েছেন পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া

    বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে দিয়ে যেতে চায়: উপদেষ্টা ড. আসিফ নজরুল

    সাম্প্রতিক সময়টা দুর্দান্ত কাটছে লিটন কুমার দাসের

    শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে: ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস

    কুয়েত কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশি সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর; একজন আসামীকে ক্ষমা

    জাকসু নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব ঃজাকসুর সিইসি

    সৈয়দপুর টিএমএসএসের ডোমেইন প্রধানের দল পরিদর্শন : মাঠ পর্যায়ে সেবা কার্যক্রমের অগ্রগতি পযালোচনা

    আনসার-ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা : বিশেষ সুবিধা যুক্ত হলো

    ঢাকায় আনসার-ভিডিপি বাহিনীর উদ্যোগে ৩৫ জন ওমরাহ্ যাত্রীকে বিশেষ উপহার প্রদান

    শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক

    “শোক সংবাদ”: না ফেরার দেশে চলে গেলেন সাবেক সচিব কাজী মিরাজ হোসেন-ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাইহী রাজিউন ।

    হার্ট অ্যাটাকে মারা গেলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার-এর একমাত্র মেয়ে শ্রাবণী

    জাকসু নির্বাচনে ৯টি কারণ দেখিয়ে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

    কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

    ডাকসু নির্বাচনে কিছু কিছু ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

    তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় “প্রাণী ও প্রাণের মিলন মেলা”অনুষ্ঠিত হবে রাজধানীর চীন মৈত্রীতে

    ডাকসুর নির্বাচন ও তাঁর ফলাফলকে সবাই কাঠগড়ায় দাড় করিয়েছে,এমনকি ছাত্রশিবিরও -ড.আসাদুজ্জামান রিপন

    জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে:মতবিনিময় সভায় আমিনুল হক

    মহিলা দল-রাজশাহী মহানগর শাখার সভানেত্রী পপি’র মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় মহিলা দল’এর শোকবার্তা

    কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরাইল

    কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত।


    • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৮ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৬:৪৪ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫৪ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৭:০৪ অপরাহ্ণ
      এশা রাত ৮:২০ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।