আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:০০
ঢাকার বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দক্ষিণখান থানা এলাকার কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নানকে’ কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন সকাল ৯টার দিকে দক্ষিণখান থানার আইনুচবাগ এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৮ এপ্রিল সকালে বিমানবন্দর থানার কসাইবাড়ী মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন মুখে মাস্ক পরে মিছিল করে। আসামিরা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটাতে সরকারবিরোধী স্লোগান দেন ও সমাবেশ আয়োজনের চেষ্টা করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান বলে মামলায় বলা হয়েছে।
সন্ত্রাস বিরোধ আইনে গত ২৩ এপ্রিল বিমানবন্দর থানায় ৩৮ জনকে আসামি করে এ মামলা করেন এসআই মো. নাহিদ হাসান।
উল্লেখ্য, ‘জাপানি হান্নান’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময়কালে সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যা মামলা। এর আগেও সে একটি হত্যা মামলায় অনেক দিন জেল খেটে বের হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাদাবাজির মামলাও হয়েছে গত সরকার আমলে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিমানবন্দর এলাকা থেকে ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |