আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩১

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধিকুড়িগ্রামে ৯ উপজেলায় ৫৩৭টি পূজা মন্ডপে এ বছর দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে র্যাব ১৩র আওতাধীন ৩৮৩টি পূজামন্ডপের মধ্যে ৩৭ টি পূজামন্ডপ ঝুঁকিপূণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৩র এডিশনাল এসপি ও সদর কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসান।

আজ সকালে কুড়িগ্রামের দক্ষিণপাড়া সার্বজনিন দূর্গামন্দির পরিদর্শণ এবং দূর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা নিয়ে প্রেসবিফ্রিং এ এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফুল ও ফল উপহার তুলে দেন মন্দির পরিচালনা কমিটির হাতে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ কর্মকার,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ পরিষদের কুড়িগ্রাম জেলা সভাপতি সুভাষ চন্দ্র,উদয় শংকর চক্রবর্তী,সাংবাদিক শ্যামল ভৌমিক , টেলিভিশন সাংবাদিক ফোরাম আহবায়ক সাংবাদিক ইউনুছ আলী,সদস্য সচিব আশরাফুল হক রুবেল সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। তিনি এ সময় পূজা মন্ডপ ঘুরে ঘুরে দেখেন।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |