আজ শনিবার | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৭

পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও একটি দলের প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না এবং করবে না। সুতরাং আইনে যেভাবে আছে নির্বাচন কমিশন সেভাবেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত। সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে ইসি আরও বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধকাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখবো।
নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালাটির আয়োজন করে সিবিটিইপি প্রকল্প।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যরা।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |