আজ শুক্রবার | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৭
ঢাকা :- হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার। আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে জারীকৃত এক পত্রে এতথ্য জানানো হয়েছে।
হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে এপত্রে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টে উল্লিখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে।
এপত্রে আরো বলা হয়েছে, ১৫ বৎসর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্যক্ষেত্রে শিশু হজযাত্রীর সাথে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।
এবছরের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
শুক্রবার, ৯ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৩ অপরাহ্ণ |