আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩১
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, জাল টাকা কারবারি, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ অক্টোব ২০২৫ তারিখ সকালে ‘‘কুষ্টিয়া জেলার সদর মডেল থানাধীন চৌড়হাস ফুলতলা বড়পুকুরপাড় তিন রাস্তার মোড়” এলাকায় অভিযান পরিচালনা করে ১২০ পুরিয়া (কাগজসহ মোট ওজন ১২ গ্রাম) মাদকদ্রব্য হেরোইন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১,০২,৭৫৫ (এক লক্ষ দুই হাজার সাতশত পঞ্চান্ন) টাকা ও ০১ টি পুরাতন বাটন মোবাইল ফোনসহ আসামী মোসাঃ লতা খাতুন @ রিয়া (২৬), স্বামী- মোঃ জুয়েল বিশ্বাস, পিতা- মৃত রবিউল ইসলাম, সাং- কুঠিপাড়া (বড় ড্রেন মোড়), থানা- সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |