আজ শনিবার | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২৩

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১৮ আসন বিএনপির ঘাঁটি, তাই এই আসনে বিএনপির লোকই মনোনয়ন পাবেন— এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক ক্লাব মোড়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোতালেব হোসেন রতন। সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার।
এম কফিল উদ্দিন আহমেদ বলেন,“ঢাকা-১৮ আসন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা দুর্দিনে বিএনপি করেছি, যখন মিছিলে দাঁড়ানোর মতো মানুষও পাওয়া যেত না। আমি মনোনয়ন চেয়েছি শুধু জনসেবার জন্য— নিজের স্বার্থে নয়। আমি ব্যবসা করে খাই, চাঁদাবাজি বা দখলবাজি করি না।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। আমি যদি মনোনয়ন পাই, তবে অবশ্যই ঢাকা-১৮ আসনের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করব।”
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |