আজ শনিবার | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪৭

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিযা (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় ডিইপিজেডের ৩টি কারখানার শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সোমবার সকালে ডিইপিজেডের মুল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে।
তাপস, সুফিয়া, নাছরিনসহ অনেক শ্রমিক অভিযোগ করে বলেন, ডিইপিজেড এলাকার বিদেশী মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান এ্যাক্টর এক্সপোটিং লিমিটেড,সাউথ চায়না ও গোল্ড টেক্স এর শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলো। শ্রমিকদের বকেয়া বতেন পরিশোধের বিষয় নিয়ে বেপজা কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে টালবাহানা করে আসছে। তাই তারা সেখানে আন্দোলনে নেমে অসোন্তোষ সৃষ্টি করে । এসময় বিক্ষুব্দ শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ তাদেরকে সড়িয়ে দেওয়ার জন্য জল কামান ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |