আজ শনিবার | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২৬

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনও অনেক ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের কোন চক্রান্ত জনগন মেনে নিবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার বিকেলে সাভারের তারাপুর এলাকায় কলেজ মাঠে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এসময় তিনি আরও বলেন, একটি দল ধর্মীয় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে জনগনের প্রত্যাশা ফেব্রæয়ারিতে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি দল সুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার গঠনের দায়িত্ব পাবে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। কারন এরকম একটি নির্বাচনের জন্য বিএনপি’র প্রতিটি নেতাকর্মী সতের বছর ধরে অপেক্ষা করেছে। জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই জনসভার মাধ্যমে আমরা ঢাকা-১৯ এর নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিকভাবে শুরু করলাম।
সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপি’র অঙ্গসংগঠন আয়োজিত আলোচনাসভায় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলসহ অন্যান্য নেতা কর্মীরা। এসময় আলোচনাসভায় উপ¯ি’ত বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন।
এর আগে দুপুর থেকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতিয় বিপ্লব ও গনসংহতি দিবস উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড নের্তৃবৃন্দ মিছিল নিয়ে আলোচনাসভা¯’লে উপ¯ি’ত হলে জনসমুদ্রে পরিনত হয় পুরো এলাকা। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচন কে সামনে রেখে এমন আলোচনা সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি হাজারো সাধারণ মানুষ উপ¯ি’ত ছিলেন।
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |