আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:২১

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য প্রার্থী এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “আমার বিশ্বাস, ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী আমি হব।”
১০ নভেম্বর, সোমবার দক্ষিণ খানের সাপরা মসজিদ এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “এই ভূখণ্ডের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক চার দশকের। বিগত ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতি করছি। দলের কাছে আমার একটাই প্রত্যাশা—এই ঢাকা-১৮ আসনে ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হোক।”
তিনি আরও বলেন, “আমি যদি আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হই, ইনশাআল্লাহ ঢাকা-১৮ আসনকে দেশের একটি রোল মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণ হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন সময় ঐক্যের, সময় ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার। আগামী নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করুন।”
উঠান বৈঠকে বিশেষ অতিথি মোতালেব হোসেন রতন বলেন, “এম কফিল উদ্দিন আহমেদ শুধু নেতা নন, তিনি ত্যাগ ও আদর্শের প্রতীক। তার নেতৃত্বে ঢাকা-১৮ আসন হবে বিএনপির দুর্গ।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার ও বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |