আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪১

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০/১১/২০২৫ ইং তারিখে সকাল অনুমমান ৬.০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অহিদসহ ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন মোল্লাকান্দি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে সকল আসামীগন বেআইনী জনতায় সঙ্ঘবদ্ধ হয়ে ধারালো চাপাতি, রামদা,বন্দুক, পিস্তল, চাইনিজ কুড়াল, ককটেল, হকিস্টিক, লোহার রড সহ বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক চরডুমুরিয়া গ্রামে আরিফ মীরের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। আরিফ মীর সকালে ব্রাশ করতে ঘর থেকে বের হলে আসামিরা বন্দুক দিয়া আরিফ মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করিলে উক্ত গুলি আরিফ মীর এর বুকের বামপাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আরিফ মীর ঘটনাস্থলে মারা যান। তখন আসামিরা তাহাদের হাতে থাকা ককটেল বিস্ফোরন ঘটাতে ঘটাতে রায়হান খা এর বাড়ীতে যায়। রায়হান খা ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় তাহাদের হাতে থাকা বন্দুক দিয়া রায়হান খাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করিলে উক্ত গুলি রায়হান খা এর শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রায়হান খাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে এ ঘটনায় মোট দুজনের মৃত্যু হয়। তৎক্ষণাৎ ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের আভিযানিক দল অদ্য ১৪ নভেম্বর ২০২৫খ্রি. তারিখ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের চাঞ্চল্যকর ঘটনায় এজাহারনামীয় আসামি অহিদ (৩৫),পিতা নূর মোহাম্মদ চৌধুরী,গ্রামঃ বড় মোল্লাকান্দি, থানা মুন্সিগঞ্জ সদর, জেলা মুন্সিগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |