আজ বুধবার | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:১২

লালমনিরহাট প্রতিনিধি: অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারায় লালমনিরহাট সদর উপজেলার চার কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার চাষীর মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।
জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ধানচাষী এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের চাষী আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।
এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৫৬ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |