আজ শনিবার | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৫ই শাবান, ১৪৪৭ হিজরি | রাত ২:৫৪

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার): গতরাত আনুমানিক ৩ টায় রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০৩টি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেল, ০১ টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে অনুরোধ জানানো যাচ্ছে।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১০ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৯ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৭ অপরাহ্ণ |