আজ সোমবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | দুপুর ২:০৮

উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অনলাইন নিউজ পোর্টাল নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন।” তিনি নজর বিডি.কম-এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যপ্রবাহ ও জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের অবদান তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও নিয়মিত প্রকাশনার প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই আয়োজনে যারা সাড়া দিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের আন্তরিক ধন্যবাদ। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নজর বিডি আরও এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু,দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ,উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান,লেখক ও কবি জাবেদ আল মামুন,উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান,ইব্রাহিম ফুসোসহ অন্যান্য অতিথিরা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্ধি আলমগীর।
বর্ণিল কেককাটা, আলোচনা অনুষ্ঠান ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০০ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৫ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩০ অপরাহ্ণ |