আজ মঙ্গলবার | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৭
আশরাফুল হক রুবেল কুড়িগ্রাম প্রতিনিধি:- পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কুড়িগ্রাম নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিএম কুদরাত ই খুদা কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মোঃ নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রাম এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি আব্দুল আজিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী,নাগরিক কমিটির আহবায়ক মোঃ মুকুল মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক,ব্যবসায়ী সহ জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে কোনো ধরণের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদন্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে বাজার স্থিতিশীল রাখা হবে।
তিনি আরও জানান, তিনমাস আগে থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে যারা জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং হচ্ছে। কোথাও অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সভায় রমজান উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আলাদা একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।
এ সময় বাজার নিয়ন্ত্রণ রাখতে উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রতিশ্রæতি প্রদান করেন।
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |