আজ রবিবার | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৯
নোয়াখালী : নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন সরকার ক্ষমতা গঠন করে ফেলেছেন এই ভাবা ঠিক নয়। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিকে বলতে চাই- মানুষের কাছে যান, সালাম দেন। যে দুই-এক জন অন্যায় কাজ করেছেন, তারা বিরত থাকেন। এরপর যদি কেউ চাঁদাবাজি করেন, তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
আজ সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক আরো বলেন,অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই কিছু কিছু সংস্কার করবে । এর জন্য সকল রাজনৈতিক দল ও ছাত্র-জনতার পক্ষ থেকে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন করা হয়েছে।
তিনি আরো বলেন, এর মধ্যে একটি দল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আবারো ষড়যন্ত্র করতে পারে বলেই আমরা দাবি করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। (বাসস)
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |