আজ শনিবার | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫১
নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর উদ্যোগে ইফতার মাহফিল, প্রীতি সমাবেশ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান-এর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের উপদেষ্টা, নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট ফোরাম ঢাকার সভাপতি ড. দেলোয়ার হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মু’তাসিম বিল্লাহ শাহেদী। প্রোগ্রামের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে নাঙ্গলকোটের শহীদ মুনতাসির রহমান আলিফের পিতা গাজীউর রহমান।
এসময় প্রোগ্রামের সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, অস্বচ্ছল মেধাবীদের জন্য আমরা নিয়মিত বৃত্তি প্রদানের ব্যবস্থা করবো। শিক্ষাখাতে নাঙ্গলকোটের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, ঢাকাস্থ নাঙ্গলকোটের সর্বস্তরের শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নাঙ্গলকোটের জনপদের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এস এম মহিউদ্দিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. হেদায়েত উল্লাহ, নাঙ্গলকোট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ব্যবসায়ী জগলুল আকবর শিপন, যোবায়েরুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা মনির জারিফ, ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, নাঙ্গলকোটের স্থানীয় ছাত্র প্রতিনিধি ছাত্রনেতা সেলিম ভূঁইয়া, শাখাওয়াত হোসেন প্রমুখ।
এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নাঙ্গলকোটের বহু শিক্ষার্থী ও ঢাকাস্থ সুধীজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল নাঙ্গলকোটের এক মিলনমেলায় পরিনত হয়।
ইফতারের পুর্বে মুহিব্বুল্লাহ আল হুসাইনীকে সভাপতি ও হোসনে ইয়াছিন আরাফাতকে সাধারন সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা (এন.এস.এফ) এর ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রোগ্রামের শেষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার, ১৫ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৭ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৭ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |