আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৯:২১
চট্টগ্রামের মিরসরাই উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করায় তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মিরসরাইয়ে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এ আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
আনন্দ মিছিল শেষ করে বিএনপির নেতাকর্মীরা বলেন, পূর্বের কমিটির কিছু নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত আচরণ করেছে। এ জায়গায়র মানুষের কোন নিরাপত্তা ছিলোনা। এখন থেকে যে জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে কঠোর হাতে দমন করবে বলে জানান বিএনপির নেতাকর্মীরা।
আনন্দ মিছিল নেতৃত্বদেন বিএনপির বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, মিরসরাই পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হোসেন লিটন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |