আজ সোমবার | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৫৪

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার ভোরে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আহতরা হলেন, রবিন ও হৃদয়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের সেটিকে থামিয়ে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হয়েছেন।
কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি জাহিদুল কবির ।তদেন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওসি।
তবে এই ঘটনায় বিস্তারিত এলাকায় জনমনে আতংক বিরাজ করছে।
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০৫ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪৬ অপরাহ্ণ |