আজ মঙ্গলবার | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৪
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাওয়ারকার বগি পুড়ে ছাই হলেও অল্পের জন্যে রক্ষা পেয়েছেন হাজারো যাত্রী।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা এগারোটার দিকে শ্রীপুর স্টেশন থেকে ছাড়ার পর এবং সাতখামাইর স্টেশনের আগেই মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার (৪৩৪৪) ট্রেনের পাওয়ার কার বগিতে ওই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। রেলওয়ের সাবেক কর্মচারী শাহাব উদ্দিনের বুদ্ধিমত্তা ও সহযোগিতায় পাওয়ার কার বগি থেকে অন্যান্য বগি আলাদা করা হয়। এতে বড় ধরনের হতাহতের আশংকামুক্ত হয় ট্রেনটি।
ট্রেনের সহকারী চালক আজিজুর রহমান বলেন,’ শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসার পরপরই ট্রেনের ছাদ থেকে ইঞ্জিনের জানলায় এসে কয়েকজন জানায় যে বগিতে আগুন লাগছে। পরে ট্রেনের গতি কমিয়ে সাতখামাইর স্টেশনে এসে পুরোপুরি ব্রেক হয়। ট্রেন দাঁড় করিয়ে নিচে গিয়ে নিজস্ব চেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এসময় দ্রুত পাওয়ারকার বগি থেকে অন্যান্য বগি আলাদা করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে বেলা ১টার দিকে ট্রেনটি পূনরায় মোহনগঞ্জের উদ্দেশ্যে ছাড়া হয়।’
ট্রেনের যাত্রী আনোয়ারা বেগম বলেন,’ আমাদের পেছনের বগিতে হঠাৎ দেখি ধোঁয়া বেরুচ্ছে। সাথে কয়েকজন চিৎকার দিচ্ছে। এসময় আমরা ভয় পেয়েছিলাম। পরে ট্রেন থামালে আমরা দ্রুত নেমে যাই।’
আবুল হোসেন নামের আরেক যাত্রী বলেন,’ আমার সামনে বগি থেকে তাপ আসছে। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। এসময় বগির ভেতর যাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে।’
আগুনে পুড়ে যাওয়া পাওয়ার কার বগিতে ছিলেন আলম মিয়া নামের এক যাত্রী। তিনি বলেন, এ বগিতে আরও ১০-১৫ জন যাত্রী ছিল। শিশুসহ কয়েকজন নারীও ছিল। হঠাৎ প্রচুর ধোঁয়ায় আমাদের নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পরে চালক গাড়ি থামালে আমিসহ অন্যরা লাফিয়ে নামে।’
ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন,’ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশনে প্রবেশের আগেই ট্রেনের পাওয়ার কার থেকে ধোয়া বের হতে থাকে। পরে চালককে জানালে ট্রেননটি থামানো হয়।’ পাওয়ারকারে যাত্রী উঠানো সম্পর্কে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত বগিসহ ট্রেনটি চালু হলে ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘ট্রেনে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বগিতে জেনারেটর থাকায় প্রচুর হিট ছিল। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।’
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৩ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪২ অপরাহ্ণ |