আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৪
ঢাকা : রাজধানীর খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত এবং স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজির অভিযেোগে মোঃ শহিদুল ইসলাম খোকন, মোঃ হেলাল উদ্দিন এবং মোঃ আব্দুর রহিমকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়েছে ।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ মে ২০২৫ তারিখ ০০১৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত, ছিনতাইয়ের সাথে জড়িত এবং স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায়কারী ০৮ টি মামলার আসামী মোঃ শহিদুল ইসলাম খোকন এবং তার সহযোগী মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও চাঁদাবাজির সাথে জড়িত মোঃ শহিদুল ইসলাম খোকন এর নেতৃত্বে নিয়মিতভাবে খিলক্ষেত বাজার এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করা হয়ে থাকে। এছাড়াও একই অভিযেোগের কারণে মোঃ শহিদুল ইসলাম খোকনকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ এবং তার সহযোগী মোঃ আব্দুর রহিমকে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে যায়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |