আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫৯
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌর ৯টি ওয়ার্ডে এবং ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে গত কয়েকদিন যাবৎ আইনশৃংখলার চরম অবনতি হয়েছে। কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল সালাম গলাকেটে খুন হওয়ার পর পুলিশ গত চারমাসে কোন ক্লু উৎঘাটন করতে পারেনি। একই এলাকায় রমজানের তারাবিহ নামাজের সময় বাড়ির কেয়ারটেকারকে বেঁধে রেখে নাজমুল হক শিক্ষক দম্পত্তির বাড়িতে ডাকাতির ঘটনায় থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এরকম প্রতিদিন রাতেই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। অটোচালক আবু হানিফকে কুপিয়ে রক্তাক্ত জখম করার কয়েকদিন পরে এসে মারা যায়। এ বিষয়ে কোন মামলা না হওয়ায় অটো ছিনতাই চুরি অব্যাহত রয়েছে। পৌর তিন নং ওয়ার্ড শিশু ধর্ষণ ও মৌশা কোটিপতি মার্কেট এলাকায় বলাৎকারের ঘটনা ঘটেছে। মহানন্দপুর এলাকায় পল্লী চিকিৎসক মনজুরুল বারী মজনু কর্তৃক প্রতিবন্ধী নারী ভাতিজি ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক এখনো গ্রেফতার হয়নি। ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ককটেল বিস্ফোরণ আইনশৃঙ্খলা পরিস্থিতির কি ইঙ্গিত করে? পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি,ছিনতাই,মোটরসাইকেল চুরির ঘটনা অহরহ ঘটছে। এমনকি উপজেলাজুরে ডাকাত আতংক বিরাজ করছে ও বাসাইল উপজেলায় অস্ত্রসহ ডাকাত বাসাইল থানা পুলিশ আটক করেছে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর একটি সংঘবদ্ধ চোরচক্র কৌশলে ওই ব্যক্তির উত্তোলনকৃত টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জাকির হোসেন১০মে উপজেলার আইন-শৃঙ্খলার এ পরিস্থিতি রেখে কালিহাতি বদলি হয়ে গিয়েছেন এবং কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া সখিপুর থানায় যোগদান করেছেন। এখন দেখার বিষয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়।
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |