আজ বুধবার | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৪
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখিপুরে দুইটি ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। ব্রিজ দুটি হলো উপজেলার বহেরাতৈল বাজারের পশ্চিম পাশে একটি ছোট ও আরেকটি বড় ব্রিজ। দুইটি ব্রিজেই একদম নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে। বিক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের বারবার জানানোর পরও কোন ভ্রুক্ষেপই করছেন না। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,ইদ্রিস আলী নামে এক ব্যক্তি ঠিকাদারের পরামর্শে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রিজ দুটির কাজ করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে যেভাবে কাজ করতে বলছে আমি সেভাবে কাজ করছি। আমি ঠিকাদার ও প্রকৌশলীকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। দুইটি ব্রিজে টেন্ডারে নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। ব্রীজ দুটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ব্রিজের পাশেই একটি খাস জমি থেকে বিশাল গর্ত করে ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেছে এবং ব্রিজ দুটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। মানববন্ধনে একাধিক বক্তা ঠিকাদার ও দায়িত্বে থাকা প্রকৌশলীর বিরুদ্ধে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এমনকি দুদকের অভিযানের দাবি করেন। সড়ক ও জনপদের আওতাধীন ব্রিজ দুইটির ঠিকাদার প্রতিষ্ঠানের নাম এস বি ট্রেডার্স স্বত্বাধিকারী জনি চৌধুরী। মুঠোফোনে জনি চৌধুরী বলেন,কিছু নিম্নমানের নির্মাণ সামগ্রী গিয়েছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে। ব্রিজ দুইটির তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদের মির্জাপুর অফিসের উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান মুঠোফোনে বলেন,এলাকার লোকজন আমাকে বিষয়টি অবহিত করেছে ও নিম্নমানের নির্মাণ সামগ্রীর ছবি,ভিডিও ফুটেজ পাঠিয়েছে।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ১৮ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |