আজ বুধবার | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১০
বিডি দিনকাল ডেস্ক ঃ- ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের দক্ষিণখান থানার নিহত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে এম মনছুর আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মহিদুল ইসলাম পিপিএম, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম বিপিএম সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
এরপর পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নিহতের মরদেহ ডিএমপির লাশবাহী ফ্রিজার ভ্যানে করে তার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় লাশবাহী গাড়ির সাথে মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ছিলেন।
প্রসঙ্গত, মরহুম এসআই (নিরস্ত্র) কে এম মনছুর আলী শনিবার (১৭ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত আশকোনা হজ্জক্যাম্পে নিরাপত্তামূলক ডিউটি করেন। ডিউটি শেষে ফেরার পথে রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকার সময় তার ব্যক্তিগত মোটর সাইকেলটি দক্ষিণখান থানাধীন ৪ নং সেক্টরের ১০ নং রোডে রেলক্রসিং এ ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে পথচারীরা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার, ১৮ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |