আজ রবিবার | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৬
লাকসাম প্রতিনিধিঃবুধবার ২৮ মে লাকসাম উপজেলাধীন উত্তরদা ইউনিয়নে অবস্থিত গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে৷
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর ছাত্রীরা বাড়ি ফেরার পথে আধরা গ্রামের শফিকুর রহমানের ছেলে মহিন উদ্দিন (১৯) দুজন ছাত্রীকে উত্ত্যক্ত করে৷ এ সময় ছাত্রীরা আশপাশের পথচারীদেরকে বিষয়টি অবগত করেন৷ পথচারীরা ও স্থানীয় লোকজন বখাটে মইন উদ্দীনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদকে জানালে৷ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ঘটনাস্থলে গিয়ে ইভটিজিং এর বিষয়ে নিশ্চিত হয়ে বখাটেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন,সংশ্লিষ্ট আইন: দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ সকলকে সতর্ক করে তিনি আরো বলেন ইভটিজিং এর বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, যেখানেই অভিযোগ সেখানেই ব্যবস্থা নেওয়া হবে৷
রবিবার, ১৫ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৪ অপরাহ্ণ |