আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:০৭

ঢাকা : রাজধানীর নিকুঞ্জ-২ এর জামতলার নিজ বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় খিলক্ষেত থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আবুল খায়ের নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত আবুল খায়ের ‘পিলার খায়ের’ নামেই পরিচিত এবং তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আবুল খায়ের নিজ বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ রাত ১১টার দিকে তার বাসা ঘিরে ফেলে। কিছু সময় ক্ষেপণ হলেও রাত ১২টার দিকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে থানায় দায়েরকৃত একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |