আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:২০
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, সোমবার বিকেলে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী উপজেলার গোপীনগর হটাৎ পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে হান্নান আলী (৩২)কে গ্রেফতার করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ তার পক্ষের ৮/১০ জন লোক গুরুত্বর আহত হন। গত ৮ জুন ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় জহুরুল ইসলামের ছেলের স্ত্রী ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। পত্নীতলা থানায় মামলা নং- ১৩, তারিখ ২৮/০৫/২০২৫।
অতঃপর পত্নীতলা থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামী হান্নান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে র্যাব-৫ সুত্রে জানাগেছে।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |