আজ বৃহস্পতিবার | ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই সফর, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২৮
স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বির প্রসূতি স্ত্রী ফারিয়ার ভুল চিকিৎসা করা হয়েছে মর্মে ২০ জুলাই থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হতে থাকে। ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজে চিকিসাধীন অবস্থায় মারা যায় ফারিয়া। শুরু হয় ফেসবুক জুড়ে নানান ক্ষোভ। এতে অনেকেই সাংবাদিকদের উল্লেখ্য করে নানান বক্তব্য করতে থাকলে ২৫ জুলাই সাংবাদিকদের একটি দল ফারিয়ার নিকট আত্বীয় ও ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে। ফারিয়ার স্বজনরা ভিডিও বক্তব্যে সাংবাদিকদের জানান,আমরা শুরু থেকেই ডা.নুসরাত জাহান বিন্তীর তত্তাবধানে চিকিৎসা সেবা নিয়ে আসছিলাম। চিকিৎসক কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই আমরা ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালে গেলে ডা.নুসরাত জাহান বিন্তী আমাদের সিজারিয়ানের পরামর্শ দিলে আমরা প্রস্তুতি সম্পন্ন করি। ফারিয়াকে অপরেশন থিয়েটারে নেওয়ার ডা.নুসরাত জাহান আমাদের ডেকে বলেন, রোগির অবস্থা খারাপ থাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরন করতে হবে। তার জরায়ুতে টিউমার। এসময় আমরা সিজার কক্ষের ফ্লোরে অনেক রক্ত দেখতে পাই, সেই রক্তে আমাদের পা ভিজে যায়। আমরা ভয় পেয়ে যাই। রোগীকে বাচাঁনোর জন্য তাদের কথা অনুযায়ী রাজি হয়ে সাক্ষর করি। ঢাকায় যাওয়ার চিকিৎসকরা আমাদের নিশ্চিত করে তার জরায়ুতে টিউমার ছিলনা। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা পুনরায় সিজার করলে অতিরিক্ত রক্তক্ষরনে তার ( ফারিয়ার মৃত্যু হয়) তারা সাংবাদিকদের আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা বলেছেন- তারা ( ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতাল) যেহেতু জরায়ু পর্যন্ত কেটেছেন, তারা অন্তত বাচ্ছাটাকে বের করার দরকার ছিল।
এই বিষয়ে ডাক্তার নুসরাত জাহান বিন্তী কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কাছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত বক্তব্য দেন- ডা. নুসরাত জাহান তার বক্তব্যে বলেন, ডাক্তার শুধুমাত্র চামড়ার অংশটুকু কেটেছেন, জরায়ু কাটেননি। তার এই বক্তব্যে প্রশ্ন উঠেছে জরায়ু না কেটে তিনি গর্ভফুলের সমস্যা কিভাবে জানলেন।এবং তিনি ঢাকার রেফারের কারণ হিসেবে জরায়ুর সমস্যার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে তিনি তার রেকর্ডকৃত বক্তব্যে গর্ভফুল সমস্যাগ্রস্থ এমনকি কিডনি ও মুত্তথলির সাথে জড়িয়ে আছে বলেন।ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, জরায়ু না কেটে প্লাসেন্টা গর্ভফুল দেখা যায়না।জরায়ুর দেওয়াল কাটতে হবে। প্লাসেনটা থাকবে জরায়ুর ভিতরে, প্লাসেনটার (গর্ভফুল) জরায়ুর বাহিরে থাকার সুযোগ নেই।
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৮ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৯:০৪ অপরাহ্ণ |