আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৮:২৬

ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁয় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানা ও ১৪ বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা আনু: সাড়ে ৭ টায় পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। যার নম্বর ৩৪, তাং ১১/০৮/২৫ ইং।
এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করেন উক্ত লাশের ব্যক্তির বিষয়ে তাদের থানায় একটি মিসিং ডায়েরী রয়েছে। উক্ত অজ্ঞাত মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মন এর ছেলে কীর্তিমান বর্মন (১৮) বলে বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে।
এ ঘটনায় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুরে উক্ত ভারতীয় নাগরিকের লাশ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী অফিসার পত্নীতলা থানার এস আই সাইফুল ইসলাম বালুরঘাট থানার দায়িত্ব প্রাপ্ত অফিসারের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |