আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১৯
স্টাফ রিপোর্টার || চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান বেপারীর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি খাল দখল ও মিথ্যা মামলায় এলাকাবাসীকে হয়রানির অভিযোগ,
গতকাল শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় খাদেরগাঁও ইউনিয়নের গড়েভাঙা গ্রামের বেপারী বাড়ির সামনে মানববন্ধন করে এলাকাবাসী।
জানাযায় মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও গড়েভাঙা গ্রামের পুটিয়া থেকে খাদেরগাঁও বাজার হয়ে মেঘনা ধনাগোধা নদীর সাথে সংযুক্ত খালটির পানি দিয়েই ইউনিয়নের কৃষিকাজের পানি সরবরাহ হয়। কিন্তু মনিরুজ্জামান বেপারী কবরস্থানের নামে খালের অর্ধেক অংশ ভরাট করে দখলে নেয়। খালের মাঝ বরাবর বাঁধ দিয়ে ভরাট কাজ করলে এলাকার কৃষক সহ সাধারণ মানুষ বাধা প্রদান করে। কিন্তু তিনি তাদের বাধা উপেক্ষা করে নিজের খাম খেয়ালীভাবে ভরাট কাজ চলমান রাখলে, ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসির পক্ষে গত ১ ই জুন ২০২৫ তারিখে মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মোঃ হালিম তালুকদার পিতা মৃত মোজাফফর হোসেন তালুকদার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগটি তদন্তের জন্য এসিলেন্ড জাবেদ আহম্মেদ পাটোয়ারিকে নির্দেশ দিলে তিনি নায়েরগাঁও ভূমি কর্মকর্তা দীপক সাহাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে খাল দখলের সত্যতা পেয়ে দখলদার মনিরুজ্জামানকে তার বাঁধ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে তিনি কোন কর্ণপাত না করে কাজ চালিয়ে যান।পরে তহসিলদার একাধিকবার ঘটনাস্থলে গিয়ে বাঁধ সরিয়ে নিতে দখলদারকে সময় দিলেও তিনি তা সরিয়ে নেননি। নায়েরগাঁও ভূমি কর্মকর্তা এসিলেন্ডকে বিষয়টি অবগত করলে ১৮ ই জুন ২০২৫ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ্যাসিলেন্ড নিজেই তখন দখলদার মনিরুজ্জামানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন।
কারাবরণ শেষে দখলদার মনিরুজ্জামান এলাকায় এসে অভিযোগ কারি ও খাল দখলে বাধা প্রদান কারিদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-দমকি দেন। গত ১৪-০৮-২০২৫ তারিখে ৫৫৭-২০২৫ মোকাম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুর ১০৭-১১৭ (সি) ধারায় মোঃ জসিম প্রধান, পিতা মৃত হাবিবুল্লাহ প্রধান কে ১নং আসামি করে মোট ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার পাঁচ জনকে কে আসামি করে মামলা দায়ের করে।
২৪ শে জুন তিনি জেল থেকে বের হয়ে আসার পরেও দখলকৃত সরকারি খালের জায়গা না ছেড়ে উল্টো এলাকার মানুষের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় এসে নিজের দোষ ধামাচাপা দিতে এলাকা বাসির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ করেন। অথচ মামলার বিবরণীতে লিপিবদ্ধ করেছেন ঘটনার সুত্রপাত হলো ১০ই জুন সকাল ১০ টার সময় ও ১৫ ই জুন সকাল ১১ টার সময়, এখানেও ছলচাতুরী রয়েছে, তাছারা মামলার প্রধান সাক্ষী ঢাকা গাউছিয়া মার্কেটের ব্যাবসায়ী আব্দুল হান্নান মনিরুজ্জামানের আপন ভাগিনা, যে কিনা বাড়িতে থাকে না। তাছাড়া বাকি সাক্ষীরা গড়েভাঙা গ্রামের না, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। শনিবার মানববন্ধনে এলাকাবাসী বলেন, মনিরুজ্জামান ফ্যাস্টিটের দোসর। মানব বন্ধনে নেতৃত্ব দেন ইফতেকার আহান্মেদ পিতা মৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার, কাজল তালুকদার পিতা মোজাফ্ফর তালুকদার, শাহাজালাল তালুকদার, পিতা আবুল হোসেন তালুকদার, মহসিন প্রধান, জসিম প্রধান,মোঃ তাফাজ্জল হোসেন। শাহ আলম তালুকদার, হান্নান প্রধান নাছির প্রধান, রেজাউল করিম,আনোয়ার হোসেন, মোঃ সয়ন, আরিফ, সিয়াম, হাওয়া বেগম, মিনু আক্তার, রেজিয়া পারবিন,সুলতানা আক্তার, আছমা বেগম, লাইলুন নাহার, খোদেজা বেগম,সহ শত শত এলাকা বাসি। মানব বন্ধনে বলেন দখলকৃত সরকারি খাল মুক্ত করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন, পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসক সহ পুলিশ সুপারের সু দৃষ্টি কামনা করেছেন একই সাথে ন্যায় বিচার দাবি করেন।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |