আজ শুক্রবার | ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৪:০৫
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মুহা.আরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদ্বীয় দুর্গাপূজা পালনকরা হবে। এ উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এরাতে পুলিশ বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পূজাচলাকালিন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এসময় ওসি আরশেদুল হক বলেন, আপনাদের যেকোনো সমস্যা বা আশংঙ্কার বিষয়ে দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় আনা হবে।
সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার,রাজেন্দ্রনাথ রায়, সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান পরিষদের সভাপতি গৌরহরি বসাক,সম্পাদক চন্দ্র রায়সহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এসময় পূজা উদযাপন নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে।এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৫ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৩ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩০ অপরাহ্ণ |