আজ সোমবার | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৩
আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগাম নতুন কুঁড়ি ২০২৫ সফলভাবে বাস্তবায়ন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক হলরুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত ই খুদা,জেলা তথ্য অফিসার সাজাহান আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজার রহমান ,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব¦ আলতাফ হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।
এ সময় জানানো হয় দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় শিশুদের প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এতে ৫ বছর থেকে ১১ বছরের নীচে ক বিভাগ এবং ১১ বছর থেকে ১৫ বছর খ ২টি বিভাগে মোট ১২ টি বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রতিযোগিদের রেজিস্ট্রেশন করা যাবে বলে জানানো হয়। এর আগে রেজিস্ট্রেশন এর সময়সীমা ৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল।
এ সময় অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ সকলকে বেশি করে প্রচার প্রচারণা চালিয়ে প্রতিযোগিদের অংশগ্রহনের বিষয়ে আগ্রহ সৃষ্টির আহবান জানান।
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১০ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৭ অপরাহ্ণ |