আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:০৮
বিডি দিনকাল ডেস্ক : জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এনসিপি ও জামায়াতের অন্যান্য রাজনৈতিক নেতাদের উপর আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা চালানো জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজিল্যান্ড শাখা ।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেছেন , বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় এই গণ্যমান্য ব্যক্তিদের উপর এই সহিংস হামলা কেবল ব্যক্তিবিশেষের উপর আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের উপরও সরাসরি আক্রমণ।
নেতৃবৃন্দ আরো বলেছেন , মার্কিন ও বাংলাদেশি উভয় কর্তৃপক্ষের কাছে হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও এই গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের জন্য দায়ী সকল পক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার আহ্বান জানাই।
বিদেশি মাটিতে রাজনৈতিক হয়রানির এমন ঘটনা জাতির জন্য লজ্জাজনক। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। বিএনপি নিউজিল্যান্ড একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে রাজনৈতিক আলোচনা ভয় ও সহিংসতামুক্ত।
।বিএনপি নিউজিল্যান্ড শাখার দপ্তর সম্পাদক রিফাত আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৪৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৫৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:০০ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |