আজ শুক্রবার | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৯

লালমনিরহাট প্রতিনিধি::শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৩। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাট শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি দুর্গামন্দির প্রাঙ্গণে র্যাব ১৩ এর আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে র্যাব-১৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান,কোম্পানি কমান্ডার, সিপিএসসি র্যাব–১৩ জানান,লালমনিরহাট জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা পুলিশের পাশাপাশি নিয়মিত টহল থাকবে।পূজামণ্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা টিমসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি করা হবে।
তিনি আরও বলেন, পূজার সময় কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গুজব বা উস্কানিমূলক পোস্ট মনিটর করা হবে।
এ কাজে র্যাব কমান্ডার পূজা উদযাপন পরিষদ,পূজারি ও দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেন ।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৩ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪১ অপরাহ্ণ |