আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৫৮

স্টাফ রিপোর্টার: দিনাজপুরে ছাত্রদল কর্মী সুজনকে নারী কেলেঙ্কারি অভিযোগে দলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ছাত্রদল। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারি অভিযোগ উঠে আসায় দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল কর্মী আহমাদুল্লাহ আল আমান সুজনকে সকল প্রকার দলীয় কার্যক্রম ও কর্মসূচিতে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর শাখা। তারা গত ২৫/০৯/২০২৫ তারিখে জেলা ছাত্রদলের দলীয় প্যাডে সাংগঠনিক সম্পাদক ও দপ্তরে চলতি দায়িত্বে থাকা রমজান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান । দিনাজপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি সুত্রে জানাগেছে, বিবাদী আহমদুল্লাহ আল আমান সুজন (২৫) দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অভিযোগকারী নারী শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা সবেমাত্র শেষ করেছেন। শিক্ষার্থী অভিযোগ করেন, সুজন আমার চেয়ে জুনিয়র হওয়ার সত্বেও বিভিন্নভাবে আকার ইঙ্গিতে আমার কাছ থেকে অনৈতিক সুযোগ-সুবিধা নিতে চায়। আমি বিবাদী কে ইগনোর করায় উক্ত বিবাদী আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি একজন জুলাই যোদ্ধা হওয়া সত্ত্বেও বর্ণিত, আক্রোশে উক্ত বিবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার ” R R A Rifat ” নামীয় ফেসবুক আইডিতে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার সামাজিক ও রাজনৈতিক অপচেষ্টায় লিপ্ত হয়েছে, আমি আমার বর্ণিত ফেসবুক আইডি ব্যবহার করে আসাকালে গত ২০/০৯/ ২৫ ভোররাত ৩ঃ২১ মিনিটের সময় আমার ফেসবুক আইডির মেসেঞ্জারে বিবাদী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা Ahmadulla al amin sujon নামীয় আইডির যাহার লিংক -https/www.facebook.com/ Ahmadulla aman sujon.7 ম্যাসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে দেয়, পরবর্তীতে মেসেঞ্জারে হুমকি দিয়ে বলে , তোমার সেক্স ভিডিও আছে উল্লেখ করে তার কথামতো কাজ না করলে ভিডিও ভাইরাল করে দিব । বিবাদী কর্মকাণ্ডের কারণে আমি এবং আমার পরিবারবর্গ আশঙ্কা করছি যে, বিবাদী আমাকে এবং আমার পরিবারের সকলকে লোক সমাজে হেয় প্রতিপন্ন ও মান-সম্মান হানী ও ক্ষতি সাধন করতে পারে। এ কারণে আমি সাধারণ ডায়েরি ভুক্ত করেছি।
এব্যাপারে দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেতুর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দিনাজপুর সরকারি কলেজের নারী শিক্ষার্থী ২০/০৯/২০২৫ তারিখে থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইলে জিডির কপিসহ এর সমাধান না হলে আত্মহত্যার কথা উল্লেখ করে তার ফেসবুক আইডি ‘ R R A Rifat ” পোস্ট করে। পরে এটি সামাজিক ও যোগাযোগ মাধ্যমে জানতে পারলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি এবং সুজনকে দলীয় সকল কর্মকান্ড থেকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রদান করি।
এব্যাপারে বাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত সুজন আর যেন কারো সাথে এমন আচরণ করতে না পারে সেজন্য আমি তার উপযুক্ত শাস্তি চাই।
এব্যাপারে সুজনের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি দিনাজপুর সরকারি কলেজে ২০২০ সাল থেকে ছাত্রদলের রাজনীতি করে আসছি, দীর্ঘদিন আমাদের সরকারি কলেজে ছাত্রদলের কমিটি না থাকায়, আগামী কমিটিতে আমি সভাপতি পদপ্রার্থী আমাকে হেয় প্রতিপন্ন ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমি যেন কোন ভাবে ছাত্রদলের সভাপতি প্রার্থী হতে না পারি, তার জন্য একটি মহল এই মেয়েটিকে দিয়ে এগুলো সাজানো নাটক শুরু করেছে।
সুজন জানান, ঐ নারী শিক্ষার্থীর জিডির পরিপ্রেক্ষিতে আমি গত ২২/০৯/ ২৫ তারিখে আমার মানহানি ও রাজনৈতিক ক্ষতি সাধন করায় সাধারণ ডায়েরি ভুক্ত করেছি।
এ ঘটনায় দিনাজপুর সরকারি কলেজে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সাথে বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেননি ।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |