আজ বুধবার | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪৯

লালমনিরহাট প্রতিনিধি॥বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের রেলওয়ে শ্রমিক দল কার্যালয় থেকে র্যালি শুরু হয়।র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়স্থ বিএনপি’র অস্থায়ী কার্যালয় হামার বাড়ীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য ও বৈষম্য দূর হবে।কোনো স্বৈরাচারী শক্তি যেন ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ র্যালিতে উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৭ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৮ অপরাহ্ণ |