আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ৮:২৭

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা আব্দুল মান্নান (৪২) কে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের আব্দুল মান্নান (৪২) রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি এবং পশ্চিম সরফভাটার জিলানি মাদ্রাসা এলাকার নাজের আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আব্দুল মান্নান মোটরসাইকেলে করে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বুলাইন্নের বাড়ি টেক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |