আজ শুক্রবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৪

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে সম্প্রতি রাস্তার পাশে গাছ কাটার ঘটনা একটি বৈদ্যুতিক তারের লাইন ছিড়ে যায়। স্থানীয় জনতা ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে ঘটনাস্থলে পাঠানো হয় লাইনম্যান মমিন হোসেনকে। ঘটনাস্থলে গিয়ে লাইনটি সংযোগ দেওয়ার জন্য ধানুয়া গ্রামের বাসিন্দা ও ধানুয়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন খাঁনের কাছে ১০ হাজার টাকা দাবি করেন মমিন হোসেন। টাকা দিতে ব্যার্থ হলে লাইনটি সংযোগ না দিয়েই চলে আসে। পরবর্তীতে ইয়াসিন খাঁন জেনারেল ম্যানেজার বরাবর যোগাযোগ করলে পরের দিন সকাল একই ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে ৭ হাজার টাকার বিনিময়ে লাইনটি সংযোগ দেন। এবং ইয়াসিন খাঁন আরো অভিযোগ করেন এর কিছুদিন পূর্বে ধানুয়াবাজারে তার তিনটি দোকানের একটি দোকানে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে তিনি পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করার পর মমিন নামে একই ব্যক্তি ঘটনাস্থলে আসেন এবং তার কাছ থেকে ৪ হাজার টাকা নেন। একই গ্রামের বাসিন্দা ফারুক হোসেন ও মোহাম্মদ আলী রমজান জানান আমরা যেকোনো সমস্যায় পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করলে বিভিন্ন সময় লাইনম্যান মোমিনকে বাড়তি টাকা দিয়ে কাজ করাতে হয়। এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ইয়াসিন খাঁন চাঁদপুর জেলা পল্লী বিদ্যুৎ অফিসে জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
লাইনম্যান মমিন হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান বলেন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি তদন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০২ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৬ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩০ অপরাহ্ণ |