আজ বুধবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২৩

লালমনিরহাট প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে লালমনিরহাট জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লালমনিহাট পৌরসভার বানভাসা এলাকায় মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলাদলের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব।
এ দোয়া মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। সমাজে সকল হিংসা,হানাহানি,ভেদাভেদ ভুলে সবাইকে এক পতাকাতলে থাকার জন্য লড়াই করেছেন তিনি। আজ দেশের এই ক্রান্তিলগ্নে তার মতো মহান নেতার খুবই প্রয়োজন।তার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তির জন্য আমরা সকলে প্রাণ খুলে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখেন।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শামস ঈ আরা নুপুর,ইকবাল বানু হেলেন আলো,সাধারণ সম্পাদক এডভোকেট আঞ্জুমান আরা শাপলা সহ মহিলাদলের নেতা ও কর্মীবৃন্দ।
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |