আজ বুধবার | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৩১

জ্যেষ্ঠ প্রতিবেদক: দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি যোগদান করেন।
বিষয়টি শাহাদাত হোসেন সেলিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের দল বিলুপ্ত করে আমি বিএনপিতে যোগদান করেছি।
গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য জানায়।
তিনি বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০০ অপরাহ্ণ |