আজ বুধবার | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই শাবান, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৩৮

লালমনিরহাট প্রতিনিধি::বাঁচায় তিস্তা, বাঁচাও তিস্তা শিরোনামে শনিবার বিকেলে লালমনিরহাটে তিস্তার চরে আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা চুক্তি বনাম তিস্তা মহাপরিকল্পনা এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরাম আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ডিবেট ফোরাম এর সভাপতি রিশাদ নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তিস্তানদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এতে আরো বক্তব্য রাখেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো.শওকত আলী,রংপুর উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডঃ মোহা: সরফরাজ বান্দা,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও নদী গবেষক ডঃ তুহিন ওয়াদুদ, বেসরকারি সংগঠন ইএসডিওর প্রধান নির্বাহী ডঃ মোঃ শহীদ-উজ-জামান প্রমুখ। এ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের সদস্যরা চ্যাম্পিয়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্যরা রানারআপ হয়। এ সময় বিজয়ী ও বিজিতদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের জলবায়ু ও জীবন বৈচিত্র্য নিয়ন্ত্রিত হয়। সেই তিস্তা আজ ধুধু মরুভূমি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটি আর আঞ্চলিক দাবি নয়। এটি এখন গোটা দেশের দাবি। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে চাষাবাদ বাড়বে। মানুষজন সমৃদ্ধি হবে। গোটা দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। বর্তমান উপদেষ্টারা কথা দিয়েও কথা রাখেননি। ২৬ সালের জানুয়ারি মাসে আমরা মহাপরিকল্পনার কাজের উদ্বোধনের দাবি করছি। তানা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:২০ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০০ অপরাহ্ণ |