আজ মঙ্গলবার | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:২২

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজসেবক, রাজনীতিবিদ, ফরিদগঞ্জের৷ কৃতি সন্তান লায়ন মো. ফখরুল আহমেদ ফয়সাল।
তিনি শোকবার্তায় বলেন, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া জাতির এক ক্রান্তিকালে গৃহবধূ থেকে রাজনীতি এসেছেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন নি। তিনি এদেশের রাজনীতির অন্যতম প্রধান ধারক ও বাহক হয়ে উঠেন। রাজনীতির এই চলার পথে তিনি শত সহস্র যন্ত্রনা কারাভোগ, পুত্র শোক সহ্য করেও এদেশের মানুষকে ভালোবেসে একদিনের জন্য দেশ ছেড়ে চলে যাননি।
তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। বিশেষ করে ২৪ পরবর্তি রাজনীতিতে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তার চির বিদায়ের মধ্যে দিয়ে যেই শূন্যতা সৃষ্টি হলো তার পূরণ হওয়ার নয়।তার পরিবারকে শোক সহিবার তৌফিক দান করুক।দেশ ও সকল শ্রেণির পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুক।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:০২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২২ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৪২ অপরাহ্ণ |