আজ বুধবার | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই শাবান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২৮

কামরুল হাসান বাবলু : ইসলামের যে ৫ টি স্থম্ভ । যার মধ্যে হজ্জ্ব একটি । সারা বাংলাদেশ থেকে প্রায় দেড় লক্ষ হাজি সাহেবরা এইখানে আসে । অর্থাৎ এই ৪৯ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড । এই ওয়ার্ডেই হাজি ক্যাম্প অবস্থিত । বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমাকে যদি আপনারা ধানের শীষ মার্কায় নির্বাচিত করেন তাহলে আমাদের সরকার হাজি সাহেবদের জন্য সেবার মান বাড়িয়ে দিবে ।এমনটা বলেছেন ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ।
তিনি বলেন , এই সব হাজীদের সেবা করতে পারলে মনে করতে হবে সারা বাংলাদেশের মানুষের সেবা করা । ইসলামের সেবা করা ।এই সেবার সাথে বিশেষ করে ৪৯ ওয়ার্ড এর উন্নয়ন একেই সূত্রে গাঁথা ।
আজ ২৫ জানুয়ারি রবিবার নির্বাচনী প্রচারণার ৪তুর্থ দিনে দক্ষিণখান থানা ৪৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাওয়াইর এলাকায় গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জাহাঙ্গীর বলেন, এই ওয়ার্ডে ৫৬ হাজার ভোট রয়েছে । এই ওয়ার্ডের ফলাফল দিয়েই কিন্তু ঢাকা ১৮ এর ফলাফল নির্ধারিত হয়ে যেতে পারে । তাই এখন আমাদের প্রধান কাজ হলো , বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মহিলাদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘরে ঘরে যেতে হবে । আমাদের কথা পৌঁছে দিতে হবে । যেন ১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রয়োগ করে ।
আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন , আমরা রাজনীতি করি জনগণের জন্য, মানুষের সেবা দেয়ার জন্য , মানুষের কল্যাণের জন্য , নিজেদের কল্যানে নয় । অতীতে আমরা সে সব প্রমান দিয়েছি ।যখন দেশে করোনা আসে তখন আমরা অর্থৎ বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা মানুষের পাশে ছিল । করোনা থেকে রক্ষার লক্ষে যে সব উপকরণ এর দরকার ছিল সেই সব উপকরণ আমরা দিয়েছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে । মনে রাখতে হবে বিএনপি মাটি ও মানুষের দল।
এই দেশে বিএনপি ৫ বার রাষ্ট্র ক্ষমতায় ছিল । এই দেশে যত উন্নয়ন হয়েছে তার সবটুকু বিএনপির শাসনামলেই হয়েছে এমনটা বলেছেন এস এম জাহাঙ্গীর।
মনে রাখতে হবে , আমি আবারো বলছি ঢাকা ১৮ তে যদি ধানের শীষের প্রার্থী অর্থাৎ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমাদের সরকার ফ্যামিলি কার্ড , কৃষি কার্ড দিয়ে পরিবার গুলোর সচ্ছলতা ফিরিয়ে আনা হবে । কোনো সন্ত্রাস থাকবে না । কোনো ধরণের অপরাধ থাকবে না ইনসাল্ল্লাহ ।
তিনি বরাবরের মতো এই সভাতেও গ্যাস , বিদ্যুৎ , জলাবদ্দতা নিয়েও কথা বলেন । তিনি বলেন , আমরা যদি সিটিকর্পোরেশন এর সেবা থেকে বঞ্চিত হই তাহলে কেন আমরা ট্যাক্স দিবো । আমরা যখন গ্যাস বিল দেই তখন যদি গ্যাস না পাই তাহলে আমরা কেন সেই গ্যাস বিল দিবো । এমন নাগরিক সমস্যা থেকে সমাধান এক মাত্র বিএনপিই দিতে পারে এবং করবে ক্ষমতায় গেলে ।
এই গণসংযোগ এর আগে সংক্ষিপ্ত পথ সভায় বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেনের সভাপতিত্বে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন , আফাজ উদ্দিন , সদস্য মো: আলী আকবর আলী , আলাউদ্দিন সরকার টিপু , রফিকুল ইসলাম খান , ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল এর সাংগঠনিক সম্পাদক এস এ খোকন , দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার , সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু প্রমুখ ।
এদিকে থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে সভাস্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় ।
সংক্ষিপ্ত সমাবেশ করেই জনসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর । এই জনসংযোগে নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন । গাওয়ার থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে বিভিন্ন অলিগলি দিয়ে গিয়ে শেষ হয় হাজি ক্যাম্প এর সামনে । এই সময় সাধারণ জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পান ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর । অনেকে এই সময় জাহাঙ্গীরকে কাছে পেয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন ।
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০০ অপরাহ্ণ |