আজ বুধবার | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৯ই শাবান, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩০

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : উলিপুরের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী ১৩ দফা পরিকল্পনা উপস্থাপন করে এ কথা বলেন তাসভীর উল ইসলাম।
কুড়িগ্রাম ২৭- ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি, কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ তাসভীর উল ইসলাম উলিপুরের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী ১৩ টি বিষয়ে তাঁর পরিকল্পনা উপস্থাপন করেছেন। পরিকল্পনা প্রণয়ন এর সময় তিনি জানান,I have a dream and we have a plan. আমার একটি স্বপ্ন রয়েছে এবং আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সহ নেতৃবৃন্দ। নদী ভাঙ্গন সমস্যাকে তিনি উলিপুরের উন্নয়নকে পিছিয়ে দেবার জন্য প্রধান কারন হিসেবে চিহ্নিত করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থায়ীভাবে তিস্তা ব্রক্ষ্রপুত্র ও ধরলা নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, হোলসেল মার্কেট নির্মান,সহজ শর্তে কৃষিরৃণের ব্যবস্থা।স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ,চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী সহজে প্রাপ্তির ব্যবস্থা।কারিগরি কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তোলা, গরীব ও মেধাবীদের শিক্ষা বৃত্তি।যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের দক্ষতাবৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের পদক্ষেপ, মাদকমুক্ত যুব সমাজগঠনে পদক্ষেপ গ্রহন,তথ্য প্রযুক্তির উন্নয়ন, নারীর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা,সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় অবকাঠামো উন্নয়ন। ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বেশ কিছু ব্যবস্থা গ্রহন,ইনডোর স্টেডিয়াম নির্মাণ,সাংস্কৃতিক বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন।শিল্প ও বাণিজ্যিক উন্নয়নে জুট মিল ,টেক্সটাইল মিল পুনঃ চালু সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানা স্থাপন সর্বপরি কুড়িগ্রাম জেলার উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন। উলিপুর পৌরসভা আধুনিকায়নে মাস্টারপ্লান তৈরী করে সকল নাগরিক সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন। শিশু ও নারীদের বিনোদনের জন্য পার্ক নির্মাণ সহ বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উলিপুরের প্রাচীন ঐতিহ্যকে আরো ফুটিয়ে তুলতে প্রাচীন স্থাপনা সমহ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তাছাড়া আগামীদিনে দেশ বির্নিমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে পশ্চাদপদ উলিপুরকে এগিয়ে নিতে কাজ করে যাবার প্রত্যাশা জানান। তিনি স্বনির্ভর ও আলোকিত উলিপুর গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৯ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪১ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:০০ অপরাহ্ণ |