আজ বুধবার | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২০

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলায় প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ এবং মামলার দ্বিতীয় আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত শুক্রবার সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী বিষয়টি নিশ্চিত করে বলেছেন ,রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর বাসাবো এলাকার একটি বাসায় র্যাব-৩ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয় ।
র্যাব-৯ (সিপিসি-১) এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাব তৎপর ছিল। এরই অংশ হিসেবে রোববার রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার বাসাবো এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে দিলীপ ও বাবুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের কান্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল গ্রুপের গুলিতে তিনজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একই রাতে ফের গুলিবর্ষণের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হন।
নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ, রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যান। পরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবেই সাদ্দামকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২৫ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৪৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫১ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩১ অপরাহ্ণ |